ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নিরাপত্তার বাড়াবাড়ি পছন্দ নয় মমতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
নিরাপত্তার বাড়াবাড়ি পছন্দ নয় মমতার

কলকাতাঃ নিজের কড়া নিরাপত্তা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কলকাতা পুলিশের বার্ষিক অনুষ্ঠানে তিনি জানালেন তার নিরাপত্তা অন্য কোন মানুষের বিড়ম্বনার কারণ হোক- তা তিনি চান না।



এই অনুষ্ঠানে তিনি জানান তিনি নিজে খুব সাধারণ মানুষের মত যাতায়াত করতে পছন্দ করেন। তার যাতায়াতের ফলে অন্য কোন নাগরিকের বিরক্তির বা অসুবিধার সৃষ্টি হয় সেটা তিনি কখনই চাননা।

মুখ্যমন্ত্রী এই কথাও জানান যে, তিনি সবসময় চেষ্টা করেন তার যাতায়াতের ফলে যেন কোনভাবেই রাস্তার অন্য পথচারীদের সমস্যা  না হয়, তিনি সেই দিকে খেয়াল রেখে চলার চেষ্টা করেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণত তার ব্যক্তিগত গাড়িতে চলাফেরা করেন। সাধারণ গাড়ির মতোই তার গাড়ি ট্রাফিক সিগনালের নিয়ম মেনে চলে।
 
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশকে তাদের পরিকাঠামোর সীমাবদ্ধতার মধ্যেও ভালো কাজ করার জন্য অভিনন্দন জানান।

তিনি জানান আগামী দিনে আরও নতুন থানা, মহিলাদের জন্য বিশেষ আদালত তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।