ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘তামাং’ উপজাতিদের জন্য বোর্ড গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৪
‘তামাং’ উপজাতিদের জন্য বোর্ড গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: দার্জিলিং জেলায় ‘তামাং’ উপজাতির জন্য আলাদা বোর্ড গঠনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

‘তামাং’ উপজাতিদের উন্নয়নের জন্য রাজ্য সরকার বিশেষ পরিকল্পনা করেছে বলে জানান মুখ্যমন্ত্রী।



মঙ্গলবার মিরিকে তামাং উপজাতিদের এক জনসভায় এ ঘোষণা দেন।

তিনি বলেন, সরকার গঠনের পর তিনি ২৬বার পাহাড়ে এসেছেন। পাহাড়ে পলিটেকনিক কলেজ তৈরি করবে সরকার। এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য গঠন করা হবে বিশেষ আবাসিক স্থল।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সরকার দার্জিলিং-এর ‘পাহারাদার’ হিসেবে কাজ করছে।

তামাং উপজাতির সভায় দার্জিলিঙের মানুষদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এগিয়ে যান, আপনারা ভালো থাকুন, আপনারা একসঙ্গে থাকুন, এটাই আমি চাই।

তামাং উপজাতিরা মূলত নেপালের বাসিন্দা হলেও দার্জিলিং পার্বত্য অঞ্চলে বেশ কিছু মানুষ বাস করেন। এরা মূলত বৌদ্ধ এবং তিবেতো বুরমান ভাষায় কথা বলেন। এই উপজাতিদের জন্য সাংস্কৃতিক একটি পরিষদ গঠন করলেন মুখ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২৩১৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।