ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পুরানো রুপি তুলে নিচ্ছে ভারত

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪
পুরানো রুপি তুলে নিচ্ছে ভারত

ঢাকা: চলতি বছরের ৩১ মার্চের পরে ২০০৫ সালের আগের ছাপা সমস্ত টাকার নোট তুলে নেওয়ার নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক। চলতি বছরের পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে নয়া নির্দেশ।

ওইদিন থেকে গ্রাহকরা ব্যাঙ্কে গিয়ে তাদের রুপি বদলি করে নিতে পারেন।

ব্যাঙ্কগুলিকে এজন্য প্রয়োজনীয় সহায়তা করবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। গ্রাহকদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

এক, দুই, পাঁচ, দশ, কুড়ি, একশো, পাঁচশো ও হাজার টাকার নোটের ওপর এই নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক। নতুন আর্থিক বছর ২০১৪-১৫ থেকেই এই নিয়ম চালু হতে চলেছে।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।