কলকাতা: ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১১৮তম জন্ম দিবস। এ উপলক্ষে গোটা রাজ্যে মহাসমারোহে উদযাপিত হচ্ছে ঐতিহ্যবাহী দিনটি।
জমকালো এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান বিমল গুরুং উপস্থিত ছিলেন। কলকাতার রেড রোডে নেতাজির মূর্তিতে সরকারের পক্ষে মালা দিলেন দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও অমিত মিত্র।
রাজ্যপাল এম কে নারায়ণন যান এলগিন রোডে নেতাজি ভবনে। রেড রোডে তিনি কিছুক্ষণের জন্য ছিলেন। রেড রোডে নেতাজি জন্মজয়ন্তী কমিটির পক্ষে বামফ্রন্টের শীর্ষ নেতারা শ্রদ্ধার্ঘ দেন। ঐতিহ্য বা প্রথা ভেঙে রেড রোডের অনুষ্ঠানকে জাঁকজমকের নিরিক্ষে বর্তমান রাজ্য সরকার অনেকটাই অপ্রাসঙ্গিক করে দেওয়ায় এনিয়ে বিরোধী শিবির সমালোচনা করেছে।
তবে গত দুইবারের মতো তীব্র সংঘাতের পথ থেকে কিছুটা পিছু হটে সরকার রেড রোডে অনুষ্ঠান করার জন্য শেষ মুহূর্তে ছোট মঞ্চ ও মাইকের ব্যবস্থা করে দিয়েছিলেন। উল্লেখ্য বিশ্ববরেণ্য এই বাঙালির জন্মদিনটি ‘দেশপ্রেম দিবস’ হিসেবে ঘোষণা করার জন্য বাম শিবিরের তরফে দীর্ঘ দিন ধরে দাবি জানানো হচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে।
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪