ঢাকা: গুজরাটের মুখ্যমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদী বলেছেন, নেতাজি সুভাষ চন্দ্র বোস বলেছিলেন, আমাকে রক্ত দাও আমি স্বাধীনতা দেব। তেমনিভাবে আমি বলতে চাই আমাকে ৬০ মাস দাও, আমি ভারতকে সর্বোচ্চ প্রগতি দেব।
বৃহস্পতিবার বিকেলে উত্তর প্রদেশে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন নরেন্দ্র মোদী। এ সময় নিজের দল বিজেপিকে আগামী লোকসভা নির্বাচনে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। সূত্র জি নিউজ।
তিনি বলেন, কংগ্রেস একটি গরিব বিরোধী দল। তারা মনে করে সকলের মালিক কংগ্রেস। কিন্তু ভারত গরিব নয়। ভারতের জনগণও গরিব নয়। ভারত ও ভারতের জনগণকে নির্বাচনে ফয়দা লোটার জন্য গরিব করে রাখা হয়েছে।
এ ছাড়া ভোট ব্যাংকের সূত্র ধরে সংখ্যালঘুদের ব্যবহারের দিন শেষ হয়ে গেছে বলে নিজের বক্তব্যে উল্লেখ করেন মোদী।
মোদী বলেন, গুজরাট আজ উন্নয়নের একটি উদাহরণ হিসাবে দাঁড়িয়েছে। উত্তর প্রদেশসহ ভারতের সকল দেশ গুজরাট হতে পারে।
তিনি কংগ্রেসের নেতাদের কটাক্ষ করে বলেন, কিন্তু গুজরাট হতে হলে ১০ বছর ধরে অব্যাহতভাবে ১০ শতাংশের ওপর প্রবৃদ্ধি ধরে রাখতে হবে। গুজরাট হতে হলে ১০ বছর ধরে দিনে ২৪ ঘণ্টা, বছরে ৩৬৫ দিন বিদ্যুৎ নিশ্চিত করতে হবে।
তিনি ভারতের অন্য প্রদেশের ভোটারদের গুজরাটের বিভিন্ন প্রকল্প কমিটি করে ঘুরে দেখার কথা বলেন। কিভাবে গুজরাট চলছে তা দেখে আসুন।
তিনি ভোটারদের প্রশ্ন করেন আপনারা যদি গুজরাটের মত উন্নত হতে চান, তাহলে বিজেপিকে ভোট দিয়ে দিল্লিতে নিয়ে আসুন।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪