আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে। রাজ্য পুলিশের এক কর্মকর্তা সেই নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, রাজ্যের গোয়েন্দা বিভাগের কাছে সেই নির্দেশ এসেছে। আসন্ন প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করেই এই নির্দেশ পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার।
কিছুদিন আগেই প্রজাতন্ত্র দিবস বয়কটের ডাক দিয়েছিল ত্রিপুরার জঙ্গী সংগঠনগুলো। জঙ্গীদের বয়কট ঘোষণার পরই রাজ্যের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে কড়া সতর্কতা অবলম্বন করা হয়েছিল।
আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। এই দিনেই ১৯৪৯ সালে গৃহীত হয়েছিল ভারতের সংবিধান। প্রতিবছর এই দিনটিকে অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করেন দেশবাসী।
বিভিন্ন সময় এই প্রজাতন্ত্র দিবস বয়কটের ডাক দেয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো। এবারও ত্রিপুরার দুই সন্ত্রাসবাদী সংগঠন এনএলএফটি এবং এটিটিএফ প্রজাতন্ত্র দিবস বয়কটের ডাক দিয়েছে।
জঙ্গীদের বয়কট ঘোষণার পর এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও এল কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার বার্তা।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৪