কলকাতা: শিল্পোদ্যোগীদের আন্তর্জাতিক সম্মেলন হবে এবার কলকাতায়। শুধু পরিচিতি ও ব্যবসা বাড়ানোর সুযোগ নয়, সম্মেলনের মঞ্চ থেকে মিলবে শিল্প শুরু করার পুঁজিও।
৩১ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে টাইকন-২০১৪। শিল্পোদ্যোগীদের সঙ্গে টাইকনের মঞ্চে থাকবেন ভেঞ্চার ক্যাপিটাল বা উদ্যোগ পুঁজি সংস্থার প্রতিনিধি। সদ্য ব্যবসা শুরু করেছেন বা শুরু করতে আগ্রহীদের থেকে পরিকল্পনা শুনবেন তারা।
সম্ভাবনা থাকলে তখনই পুঁজির প্রতিশ্রুতি দেবেন। তাই কলকাতার প্রেসিডেন্ট বিক্রম দাশগুপ্তের দাবি রাজ্যের নয়া প্রজন্মকে সুযোগ দিতেই টাইকনের মঞ্চ শহরে আনার সিদ্ধান্ত। তাঁর দাবি আন্তর্জাতিক স্তরে এই সম্মেলনে যোগ দিতে রাজ্যের জেলা শহরগুলির থেকে বিপুল সাড়া মিলেছে।
নতুন প্রজন্মের শিল্পোদ্যোগী তৈরী তাদের প্রধান লক্ষ্য। সম্মেলনে যোগ দিতে আসছেন অ্যাক্টিওজেন-এর সি ই ও ছন্দা জাভেরি, মেক মাই ট্রিপ-এর দীপ কালার প্রমুখ। আর সেই লক্ষ্য পূরণেই টাইকনের মতো মঞ্চে নিজস্ব অভিজ্ঞতার কথা শোনাবেন জাভেরি ও কালরা।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪,