ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের প্রজাতন্ত্র দিবস রোববার

আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪
ভারতের প্রজাতন্ত্র দিবস রোববার

ঢাকা: রোববার ভারতের ৬৪তম প্রজাতন্ত্র দিবস।   প্রজাতন্ত্র দিবস- ভারতের সংবিধান চালু হওয়ার দিন।

১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতের সংবিধান চালু হয়েছিল।

১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর দেশটি চালানোর জন্য একটি সংবিধান প্রয়োজন হয়ে পড়ে। সংবিধানের খসড়া লেখার জন্য একটি কমিটি গঠন করা হয়।

সংবিধানের খসড়া কমিটিতে মূলত ছিলেন বি আর আম্বেদকর, জওহরলাল নেহরু। খসড়া ঘষামাজা করে গৃহীত হয় ১৯৪৯ সালের ২৬ নভেম্বর।

সংবিধানের প্রস্তাবনায় ছিল ভারত একটি সার্বভৌম ও গণতান্ত্রিক দেশ।

দিবসটি উপলক্ষে রোববার ঢাকার বারিধারা জাতিসংঘ রোডের প্লট নং ২এ‘র চ্যান্সেরি কমপ্লেক্স-এ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশে ভারতের হাই কমিশনার পঙ্কজ সরণ রোববার সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করবেন। এ সময় জাতীয় সংগীত গাওয়া হবে।

এরপর হাই কমিশনার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জাতির উদ্দেশে দেওয়া বাণী পাঠ করবেন। ঢাকায় বসবাসরত ভারতের নাগরিকদের সন্তানরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।

ভারতের নাগরিকদের এ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের অবশ্যই এদিন সকাল ৮টা ৪৫ মিনিটের মধ্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে।


বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।