ঢাকা ও কলকাতা: ২০১৪-র লোকসভা ভোটের পর দেশের প্রয়োজন স্থায়ী সরকার। জনাদেশ বিভক্ত হলে ক্ষতি হবে দেশের উন্নয়নের।
নাম না করে দিল্লিতে কেজরিওয়াল সরকারের ধরনার কড়া সমালোচনা করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি বলেন, জনমোহিনী নৈরাজ্য এবং দানছত্র করা কখনও সুশাসনের বিকল্প হতে পারে না।
রোববার ভারতের ৬৫তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ গণতন্ত্রের উৎসব উদযাপনেরও দিন। ঐতিহাসিক রেড ফোর্ডে বর্ণাঢ্য প্যরেড। দেখা মিলল বহু ভাষাভাষী দেশ ভারতের অখণ্ডতা।
জাপানের প্রধানমন্ত্রী এবারের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। দিল্লির রাজপথে আজ রাজনৈতিক প্রমুখদের চাঁদের হাট। প্রতিবারের ঐতিহ্য মেনে রাষ্ট্রপতি স্যালুট নেন।
কলকাতাঃ কলকাতাতেও মহাসমারোহে উদযাপিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। দেশজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে দিল্লি ও কলকাতাকে।
ভারতের ৬৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ফেসবুকের মাধ্যমে রাজ্য বাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি এই বিশেষ দিনে স্বাধীনতা আন্দোলনে প্রাণ বিসর্জন দেওয়া প্রতিটি দেশপ্রেমিকের উদ্দেশ্য তাঁর শ্রদ্ধা জানান।
তার বার্তায় তিনি লেখেন, আমরা জনগণকে সমস্ত কিছুর ঊর্ধ্বে স্থাপন করি। তিনি আরও বলেন সরকারের পরিকল্পনা, নীতি সব সময় জনগণকে সামনে রেখে করা হয়।
তিনি জানান তার সরকার জনগণের প্রতি দায়বদ্ধতাই প্রধান বিষয়।
এই বার্তায় মুখ্যমন্ত্রী আরও জানান, ভারতের ঐতিহ্য সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একসঙ্গে বসবাস করা। তিনি বলেন সরকার সকলের পাশে রয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য আবেদন জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪