ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জামাতার হাতে শ্বশুর খুন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪
জামাতার হাতে শ্বশুর খুন

আগরতলা (ত্রিপুরা) : এক মেয়ের বিয়ের অনুষ্ঠানে অন্য মেয়ের জামাইয়ের হাতে খুন হলেন শ্বশুর। এ ঘটনা সোমবার রাতে খোয়াই থানা এলাকায়।

পুলিশ অভিযুক্ত মেয়ের স্বামী সুক্রা মুন্ডাকে গ্রেপ্তার করেছে মঙ্গলবার সকালে।
 
সোমবার খোয়াইয়ের বগাবিল গ্রামে বিয়ের অনুষ্ঠান ছিল তুফা মুন্ডার বাড়িতে। তার তৃতীয় মেয়ের বিয়ের প্রস্তুতি চলছিল। বিয়ে বাড়িতেই ঝগড়া বাধে তুফা মুন্ডার অন্য মেয়ের স্বামী সুক্রা মুন্ডার সঙ্গে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সুক্রা মুন্ডা এবং তুফা মুন্ডার মধ্যে ঝগড়ার মূল বিষয় ছিল জমি সংক্রান্ত। তাছাড়া সুক্রা মুন্ডার অভিযোগ ছিল তাকে যে পরিমাণ পণ দেবার কথা ছিল তা দেয়নি তার শ্বশুর।

এ নিয়ে সোমবার সকাল থেকেই তীব্র বাদানুবাদ চলে শ্বশুর ও জামাইয়ের মধ্যে। একে অপরকে দোষারোপ করতে থাকেন।

সন্ধ্যা পাঁচটা নাগাদ এই বিবাদ চরমে পৌঁছায়। মৌখিক বিবাদ হাতাহাতিতে রূপ নেয়। ঝগড়ার সময় সুক্রা মুন্ডা একটি লাঠি দিয়ে আঘাত করে শ্বশুর তুফা মুন্ডার মাথায়। আহত অবস্থায় তাকে বগাবিল গ্রাম থেকে নিয়ে আসা হয় খোয়াই হাসপাতালে। সেখানে রাত দশটায় তিনি মারা যান।

এ ঘটনার পর পালিয়ে যায় সুক্রা মুন্ডা। মঙ্গলবার সকালে খোয়াই মহকুমার বাইজলবাড়ি এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে লুকিয়ে থাকা সুক্রা মুন্ডাকে। তাকে নিয়ে যাওয়া হয়েছে খোয়াই থানায়।

তাকে গ্রেপ্তার করে বাইজলবাড়ি ফাঁড়ির পুলিশ। এই ফাঁড়ির ইনচার্জ বিনোদ বিহারী দেববর্মা গ্রেপ্তারের কথা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।