কলকাতা: বৃহস্পতিবারের তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশের দিকে নজর রাখছে গোটা ভারত।
মনে করা হচ্ছে, এই সমাবেশ থকেই তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের প্রচারণা শুরু করবেন।
বুধবার রাত থেকেই কলকাতায় আসতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। কলকাতার বিভিন্ন জায়গায় শিবির করে কর্মীদের থাকার ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস।
ধারণা করা হচ্ছে, এই সভা থেকেই ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনের প্রার্থীদের নাম। সেই কারণে আরও বেশি গুরুত্ব পাচ্ছে এই সভা।
এই সভা ব্রিগেডের পূর্বের সমস্ত সভার রেকর্ড ভেঙ্গে দেবে বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফে।
বুধবার রাতে সভার প্রস্তুতি দেখতে ব্রিগেডে আসেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সভাপতি ও সংসদ সদস্য মুকুল রায় কলকাতার বিভিন্ন জায়গায় রাত্রিবাসের জায়গাগুলো ঘুরে দেখেন।
রাজ্যর বিভিন্ন জেলার কর্মী সমর্থক ছাড়াও ভিনরাজ্য থেকেও বেশ কিছু মানুষ যোগ দিতে এসেছেন এই সভায়। মঞ্চের দুই পাশে আরও দু’টি মঞ্চ করা হয়েছে। যেখানে থাকবে বিরাট টেলিভিশন। এর মাধ্যমে সভার প্রতিটি কোণে পৌঁছে দেওয়া হবে বক্তব্য।
এই সভায় যোগ দিচ্ছেন দার্জিলিংয়ের গোর্খা নেতা এবং জিটিএ প্রধান বিমল গুরুং।
সকাল থেকেই ব্রিগেডের ময়দানে হাজির হয়ে গেছেন কর্মী সমর্থকরা। তবে এর মধ্যেই নদীয়া জেলা থেকে আসা ব্রিগেডমুখী একটি বাস দুর্ঘটনার মুখে পড়েছে বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১৮ কর্মী।
তবে কাজের দিনে এই সভা হওয়ায় কিছুটা নাকাল হবার সম্ভাবনা থাকছে নগরবাসীর।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৪