আগরতলা: ২২ ফেব্রুয়ারি ত্রিপুরা আসছেন বিজেপির শীর্ষ নেতা ও আসন্ন লোকসভা নির্বাচনে দলটির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। তার সফরকে ঘিরে রাজ্যে ইতোমধ্যেই ব্যাপক তৎপরতা শুরু করেছে বিজেপি।
মোদীর ত্রিপুরা সফরের বিষয়টি নিশ্চিত করেছেন দলের ত্রিপুরা রাজ্য সভাপতি সুধীন্দ্র দাশগুপ্ত।
লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও এরমধ্যেই দেশজুড়ে প্রচারণা শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদী। তবে এখনও উত্তরপূর্বাঞ্চলে আসেননি তিনি। ত্রিপুরা দিয়েই শুরু হচ্ছে তার উত্তর পূর্বাঞ্চল সফর।
দেশের মধ্যে এখন একমাত্র কমিউনিস্ট শাসিত রাজ্য ত্রিপুরা। আর সিপিএম তথা কমিউনিস্টরা উগ্র জাতীয়তাবাদী দল বিজেপির ঘোর বিরোধী।
সাম্প্রদায়িক এই শক্তিকে আটকাতে পাঁচ বছর আগে কমিউনিস্টরা সমর্থন করেছিলো তাদের বিরোধী কংগ্রেসকে। এ প্রেক্ষাপটে মোদীর উত্তরপূর্বাঞ্চল সফর ত্রিপুরা থেকে শুরু করাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
বিজেপির রাজ্য সভাপতি সুধীন্দ্র দাশগুপ্ত জানিয়েছেন, ২২ ফেব্রুয়ারি দুপুরে আগরতলায় আসছেন নরেন্দ্র ভাই মোদী। ঐ দিনই তিনি ভাষণ দেবেন আগরতলার বিবেকানন্দ ময়দানে।
বিজেপির দাবি এই সমাবেশে কমপক্ষে ৫০ হাজার লোক হবে। সারা রাজ্য থেকে মানুষ আসবেন এই সমাবেশে। তার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি। সমাজের সব অংশের মানুষকে যেন সামিল করা যায় তার উদ্যোগ নেয়া হয়েছে। নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। বিভিন্ন গ্রুপের মানুষের জন্য থাকছে বিভিন্ন ইভেন্ট।
বিজেপির এই সমাবেশকে কেন্দ্র করে সোমবার থেকেই দলের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে আসতে শুরু করবেন বলে জানিয়েছেন রাজ্য বিজেপির যুব সংগঠনের সম্পাদক জয়দীপ চক্রবর্তী। শনিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান।
ত্রিপুরাতে এখন পর্যন্ত কোন নির্বাচনে বিজেপি দাগ কাটতে পারেনি। এবারের লোকসভা নির্বাচনেও ত্রিপুরা থেকে বিজেপির আসন জেতার কোন সম্ভাবনা নেই বলে দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের। তারপরও প্রচারে কোন কমতি রাখতে চাইছেন না নরেন্দ্র মোদী।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৪