কলকাতাঃ পশ্চিমবঙ্গের ঘরে ঘরে শ্রীপঞ্চমী তিথিতে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। স্কুল, কলেজ থেকে পাড়ার মোড়ে বাগদেবীর বন্দনায় মেতে উঠেছে গোটা রাজ্য।
গোটা রাজ্য উৎসবমুখর ‘শ্বেত পদ্মাসনা পুস্পশোভিতা’ শিক্ষার দেবীর উপাসনায়।
হিন্দু মতে এই দিনেই শিশুদের হাতে তুলে দেওয়া হয় চক, পেনসিল, কলম। বাড়িতে বাড়িতে শঙ্খের আওয়াজ, উলুধ্বনি আর 'জয় জয় দেবী, চরাচর সারে, কুচ যুগ মুক্তাহারে' মন্ত্রের মাধ্যমে অঞ্জলির সঙ্গে সঙ্গে চলে এই হাতেখড়ি অনুষ্ঠান।
যদিও বাড়তে থাকা বাজার দর, আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি অভিভাবকদের ভ্রু কিছুটা কুঞ্চিত করেছে তবুও উদসাহের ঘাটতি নেই কিশোর-কিশোরীদের মধ্যে।
অনেকের মতে সরস্বতী পূজা শুধু একটি ধার্মিক রেওয়াজ নয়, একদিকে পাটভাঙা বাসন্তী শড়ি আর ধূতি-পাঞ্জাবী পড়ে কিশোরদের-কিশোরীদের আরও কিছুটা বাঙালি হয়ে ওঠা, আবার কারোর মতে বাঙালির ভ্যলেন্টাইন ডে।
তবে যাই হোক না কেন 'স চন্দন পুস্পবিল্ল পত্রাঞ্জলি' সহকারে দেবী বন্দনা উৎসবে মেতে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ। ।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৪,