ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় সরস্বতী পূজা উদযাপিত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৪

আগরতলা (ত্রিপুরা): মঙ্গলবার রাজ্যের প্রতিটি স্কুল-কলেজে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। েএছাড়া রাজ্যের বিভিন্ন অফিস, আদালত এবং ক্লাবে পূজা হয়েছে।



মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতী পূজোর আনন্দে মাতল ত্রিপুরাবাসী। সকাল থেকেই বাড়িতে, স্কুলে, আর পাড়ার ক্লাবের মণ্ডপে মণ্ডপে মন্ত্রোচ্চারণের শব্দ।

ভোর থেকেই ব্যস্ততা৷ পূজো পর অঞ্জলি৷ খুদে পড়ুয়ার হাতেখড়ি৷ শীত থাকলেও ক্যালেন্ডার মেনে চলে এসেছে বসন্ত। বসন্ত মানে জীবনের নতুন ছন্দ। বসন্ত মানে জীবনের নতুন রঙ। আর এই বসন্তেই হয় বাগ দেবী সরস্বতীর পূজো।

ছাত্রছাত্রীদের জন্য এ এক বিশেষ দিন। আর বাঙালির জন্য এ দিন প্রেমের দিন। বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। এদিন অনেকের জীবনে প্রথম শাড়ি পড়া, প্রথম শাড়ির কাঁচুলির আড়ালে বুকের মধ্যে অজানা আনন্দ আর ভয়। কিছুটা ভালো লাগাও। বুকের মধ্যে কিউপিডের তির।

রাজ্যের শচীন দেববর্মণ স্মৃতি সঙ্গীত মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে দেখা গেছে তুমুল ব্যস্ততা। তারা নিজেরাই এখানে বিভিন্ন বাদ্যযন্ত্রে আরাধনা করছে দেবী সরস্বতীর।
সরকারী চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতি বছরই নিজেরাই মূর্তি গড়েন। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার এসেছে নতুনত্ব। মূর্তি মাটির নয়। তা কাগজের।
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে এবার ছয় বছর পর সরস্বতী পূজা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পূজায় সামিল হয়েছিলেন উপাচার্য থেকে শুরু করে ছাত্রছাত্রী সবাই। পূজার সাথে চলল গান বাজনাও।

এদিন দুপুর থেকেই রাজধানীর প্রায় সব ক্যাফেটোরিয়ায় ছিল তরুণ তরুণীদের ভিড়। ভিড় ছিল সবকটি পার্কেও।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।