কলকাতাঃ কলকাতায় নরেন্দ্র মোদীর জনসভায় অন লাইন টিকিট কাটা নিয় যথেষ্ট উৎসাহ রয়ে বলে জানিয়েছেন বিজেপি’র রাজ্য সম্পাদক রাহুল সিনহা।
আরও জানান হয়েছে তারা আশা করছেন বিপুল পরমানে মানুষ এই জনসভায় হাজির হবেন।
অনলাইন টিকেটের ন্যুনতম মূল্য ১০০ ভারতীয় রুপি। সূত্রের খবর- ২ লক্ষ ভারতীয় রুপি পর্যন্ত দিয়ে অনলাইন টিকিট কিনেছেন কোন কোন মোদী ভক্ত।
শেষ খবর পাওয়া পর্যন্ত ২১,৭০০ অনলাইন টিকিট বিক্রি হয়েছে। জনসাধারণ ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ব্যবহার করে টিকিট কিনেছেন।
সিপিএম তরফে মোঃ সেলিম জানিয়েছেন বিজেপি সব কিছুকেই বাণিজ্যিকরণে বিশ্বাসী, নরেন্দ্র মোদীকে তারা ভালো ভাবেই বাণিজ্যিকরণ করছে।
আপর দিকে দমদমের নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে হেলিকপ্টারে ব্রিগেডের সভা স্থলে আসার ব্যাপারে সেনাবাহিনী আপত্তি করলেও কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে পরে সেই অনুমতি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৪,