আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা সিভিল সার্ভিস (টিসিএস) অফিসার হচ্ছেন সীমা আখতার। তিনি প্রথম সংখ্যালঘু নারী যিনি সিভিল সার্ভিসের আধিকারিক পদে যোগ দেবেন।
বৃহস্পতিবার ত্রিপুরা সিভিল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশিত হয়। তাতে দেখা যায় সীমা আখতার টিসিএস অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন। আগরতলার দক্ষিণ রামনগরে বাড়ি সীমা আখতারের।
সীমা আখতার বর্তমানে মহাকরণে করণিক হিসাবে কর্মরত। তার স্বামী ডঃ মুস্তাক কামাল রাজ্য শিক্ষা দপ্তরে মাদ্রাসা এডুকেশন সেলে কর্মরত।
সীমা আখতার গণিত শাস্ত্রে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ করেছেন। নিজের এই সাফল্যে তিনি অত্যন্ত খুশি।
বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৪