কলকাতাঃ পশ্চিমবঙ্গের বিধান সভায় রাজ্যসভার পাঁচটি আসনের ভোটগ্রহণ চলছে। তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও বামফ্রন্ট এই ভোটে লড়াই করছে।
কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রার্থী না দেওয়া হলেও তারা নির্দলীয় প্রার্থীকে সমর্থন করছেন। বাম ফ্রন্টের তরফে ছাত্রনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে।
অপর দিকে তৃণমূল কংগ্রেস অভিনেতা মিঠুন চক্রবর্তী, চিত্রশিল্পী যোগান চৌধুরী, কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান, কে ডি সিং কে প্রার্থী করেছে।
তবে ভোট শুরু হবার সঙ্গে সঙ্গেই ভোট কাটাকাটি, ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে ভোট কেনা বেচার অভিযোগ উঠতে শুরু করেছে।
ভোট পরিচালনার জন্য গুজরাট নির্বাচন কমিশনের একটি বিশেষ দল কলকাতায় এসেছে। তারা সমস্ত অভিযোগ খতিয়ে দেখবে।
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ৭ ফেব্রুয়ারি, ২০১৪