ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শুরু হল আগরতলা বইমেলা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
শুরু হল আগরতলা বইমেলা

আগরতলা (ত্রিপুরা): ৩২তম আগরতলা বইমেলার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার অগ্রগতির স্বার্থে সাহিত্য একাডেমি গড়ে তোলা প্রয়োজন।



বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত অধ্যাপক আনিসুজ্জমান।

রবীন্দ্র স্মৃতি বিজড়িত উমাকান্ত একাডেমি মাঠে আয়োজিত মেলা চলবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

বইমেলায় স্টল রয়েছে ১১৫টি। তার মধ্যে ৬৫টি ত্রিপুরার, ৪০টি কলকাতার, ৫টি গুয়াহাটির, ৩টি দিল্লির ও ২টি বাংলাদেশের। মেলা চলবে প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। ছুটির দিনে বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।