ঢাকা: কলকাতাসহ পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে শনিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে । বিহার ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
শনিবার রাত থেকে বৃষ্টির জেরে তাপমাত্রা এক ধাক্কায় স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে নেমে গেছে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। এ দিন সকাল সাড়ে ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ১৭ মিলিমিটার।
রোববারও দিনভর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তার সঙ্গে বইবে কনকনে হাওয়া। সোমবারও এই অবস্থার খুব একটা হেরফের হবে না। তবে তাপমাত্রা আরও নামবে।
রাজ্যের শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টি হয়েছে। শীতের শুরুতেই একটার পর একটা ঘূর্ণাবর্তের জেরে রাজ্যবাসীকে কনকনে ঠান্ডার আমেজ থেকে কার্যত দূরে থাকতে হয়েছে হাতে গোনা কয়েকটা দিন ছাড়া।
শীত প্রায় বিদায় নিয়েছে বলেই ধারণা ছিল এ রাজ্যবাসীর। কিন্তু হঠাৎ এই ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টির ফলে তাঁদের সেই আশঙ্কায় কিছুটা জল ঢালল বলে মনে করছেন আবহবিদরা।
** শীতের কামড় ত্রিপুরায়
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪