আগরতলা (ত্রিপুরা): ধনী এবং কর্পোরেটদের খুশি করতেই কেন্দ্রীয় বাজেট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ত্রিপুরার অর্থমন্ত্রী বাদল চৌধুরী।
তিনি বলেন, এবারের বাজেট থেকে গরীব মানুষের পাওয়ার কিছু নেই।
এর আগে সোমবার লোকসভায় ২০১৪-১৫ সালের জন্য অন্তর্র্বতীকালীন কেন্দ্রীয় বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম।
বাদল চৌধুরী বলেন, লোকসভা ভোটের লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে এই বাজেট। কেন্দ্রের ইউপিএ সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রকাশ পেয়েছে বাজেটে।
তিনি বলেন, সাধারণ মানুষের পক্ষে তেমন কোনো কথা নেই এখানে। উপেক্ষিত রয়েছে দেশের ক্রীড়া বিভাগও।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৪