ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাজেট পেশ করলেন ত্রিপুরার অর্থমন্ত্রী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪
বাজেট পেশ করলেন ত্রিপুরার অর্থমন্ত্রী

আগরতলা (ত্রিপুরা) : রাজ্য বিধানসভায় পেশ হল ২০১৪-১৫ অর্থবছরের বাজেট। পেশ হওয়া বাজেটে রাজ্যের ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ১২৪০৪.৭৭ কোটি টাকা।

যা গত বছরের সংশোধিত ব্যয় বারাদ্দের তুলনায় ২৮.৬৫ শতাংশ বেশি। পেশ করা বাজেটে ঘাটতি বাজেটের পরিমাণ ১৫৮.৬৬ কোটি টাকা। যা গত কয়েক বছরের তুলনায় সবচেয়ে কম।

বুধবার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী বাদল চৌধুরী। এবার নিয়ে পরপর ১৭ বার বাজেট পেশ করলেন তিনি। ১৯৯৮ সাল থেকে তিনি টানা বাজেট পেশ করছেন রাজ্য বিধানসভায়।

মঙ্গলবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন। চলবে বিধানসভা অধিবেশন চলবে আগামী ১১ মার্চ পর্যন্ত। নয় কার্যদিবস চলবে অধিবেশন।

বাজেট পেশের পরে অর্থমন্ত্রী বলেন, এ বাজেট করা হয়েছে রাজ্যের গরিব মানুষের কথা মাথায় রেখেই।

এবারের বাজেটে কোনো নতুন করের সংস্থান রাখা হয়নি। তবে কর এবং রাজস্ব সংগ্রহের পরিমাণ বাড়ানো হবে বলে জানান অর্থমন্ত্রী। বাজেটে রাজ্যের ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ১২৪০৪.৭৭ কোটি টাকা। অন্যদিকে রাজ্যের আয় দেখানো হয়েছে ১২২৪৬.১১ কোটি টাকা।

অর্থমন্ত্রী তার বাজেট ভাষণে বলেছেন, রাজ্যে সরকারি দফতরে নিয়োগ প্রক্রিয়া জারি থাকবে। রাজ্য সরকারের যেমন যেমন প্রয়োজন ঠিক সেভাবেই নতুন কর্মচারী নিয়োগ করা হবে।

বাদল চৌধুরী তার বাজেট ভাষণে বলেন, কেন্দ্রীয় সরকার নতুন নিয়োগের ক্ষেত্রে অনেক বিধি নিষেধ আরোপ করেছে। এসব শর্ত রাজ্যগুলোর ওপরও জারি করতে চাইছে কেন্দ্রীয় সরকার। তারপরও নতুন নিয়োগ এবং নতুন পদ সৃষ্টির মতো বিষয় গত এক বছরে জারি রেখেছে রাজ্য সরকার।

বাজেটে শিক্ষা, স্বাস্থ্যের মতো বিষয়গুলিতে জোর দেওয়া হয়েছে। জোর দেওয়া হয়েছে পরিকাঠামো নির্মাণেও।

বাদল চৌধুরী ঘোষণা দিয়েছেন, এমবিবি কলেজকে ভিত্তি করে একটি নতুন বিশ্ববিদ্যালয় গড়া হবে। তবে রাজ্যের সরকারী শিক্ষক-কর্মচারীদের জন্য এবারের বাজেটে নতুন কিছুই নেই। অর্থমন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় সরকার সাহায্য করলেই কেন্দ্রীয় হারে বেতন ভাতা দেওয়া সম্ভব হবে রাজ্যের কর্মচারীদের।

দ্রব্যমূল্য রোধ করা, গণবণ্টন ব্যবস্থা চালু করাসহ বেশ কিছু বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেছেন অর্থমন্ত্রী বাদল চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।