কলকাতাঃ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে কলকাতায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে।
কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাই কমিশনের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারও ২১শে ফেব্রুয়ারিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার সকাল ৭টায় কলকাতার পার্ক সার্কাসের বাংলাদেশ গ্রন্থাগার এবং তথ্যকেন্দ্র থেকে একটি প্রভাতফেরি শুরু হয়। পরে উপ-হাই কমিশনের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তা শেষ হয়।
সকালে শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
এসময় বাংলাদেশের উপ-হাই কমিশনার আবিদা ইসলাম এবং উপ-হাই কমিশনের অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, শহীদ দিবস উপলক্ষে বিকেল সাড়ে ৪টায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের হাই কমিশনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
এছাড়াও কলকাতার নন্দন-রবীন্দ্র সদন চত্বরসহ বিভিন্ন স্থানে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৪