আগরতলা (ত্রিপুরা): যথাযোগ্য মর্যাদা, উদ্দীপনা আর ভালবাসায় আগরতলায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
‘সকল ভাষার সম্মান এবং সমান অধিকার’ এই স্লোগানকে সামনে রেখে দিবসটির আয়োজন করা হয়।
এদিন আগরতলা শহরের ঘুম ভাঙে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’, এই অজেয় গানের সুরে।
তবে এবার একুশের অনুষ্ঠানে আগরতলার মানুষ কিছুটা হতাশ। কারণ গত বছর মাতৃভাষা দিবসের মূল অনুষ্ঠানটি হয়েছিল আখাউড়া সীমান্তে। এবার সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে উমাকান্ত মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উমাকান্ত ময়দানের বইমেলা চত্বরে মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী ভানুলাল সাহা। তিনি বলেন, সব ভাষা সমান মর্যাদা নিয়ে বিকশিত হোক এটাই আমরা চাই।
এ সময় উপস্থিত ছিলেন আগরতলা কর্পোরেশনের মেয়র প্রফুল্লজিত সিনহা। তিনি বলেন, সব ভাষার প্রতি আমাদের সমান গুরুত্ব দেওয়া উচিত।
পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে সকালে বাংলাদেশ ভিসা অফিসেও ভাষা দিবসের অনুষ্ঠান হয়। সেখানে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ ভিসা অফিসের প্রথম সচিব অবায়দুর রহমানসহ অন্যান্যরা। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৪