আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য (ভিসি) বর্তমান উপাচার্যের বিরুদ্ধে আদালতে মামলা ঠুকে দিয়েছেন।
এমন ধরনের ঘটনা নজিরবিহীন বলে হতবাক শিক্ষানুরাগী মহল।
ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের নাম অধ্যাপক অরুণোদয় সাহা। তিনি মামলা দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক অঞ্জন কুমার ঘোষের বিরুদ্ধে।
অরুণোদয় সাহা জানিয়েছেন, তিনি বিশ্ববিদ্যালয় থেকে দেড় বছর আগে অবসরে গেছেন। কিন্তু, তিনি এখনো তার পেনশনের টাকা পাননি। কয়েক মাস আগে পেনশনের টাকা এবং অন্যান্য টাকা বাবদ বিশ্ববিদ্যালয় থেকে তিনি একটি চেক পান। চেকে টাকার পরিমাণ ছিল ১৯ লাখ টাকার কিছু বেশি।
তিনি চেক পাওয়ার পর টাকা তুলতে জমা দেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার শাখায়। কিন্তু চেকটি বাউন্স করে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে প্রয়োজনীয় টাকা ছিল না।
ভারতীয় আইন অনুযায়ী, চেক বাউন্স করা দণ্ডনীয় অপরাধ।
অরুণোদয় সাহা জানান, চেক বাউন্স করার পর তিনি বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেন। চিঠি দেন বর্তমান উপাচার্যকেও। কিন্তু, তিনি চিঠির কোনো জবাব যেমন পাননি, তেমনি কেউ এ ব্যাপারে সদুত্তরও দিতে পারেননি।
তিনি জানান, শেষ পর্যন্ত তাকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে।
অরুণোদয় সাহার মতে, বর্তমান উপাচার্য এ ঘটনার দায় এড়াতে পারেন না।
তবে বর্তমান উপাচার্য এ ব্যাপারে মুখ খুলতে নারাজ। তিনি কিছু বলবেন না বলে সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয়, বিষয়টি তারা দেখছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, তারা প্রাক্তন উপাচার্যকে একটু অপেক্ষা করতে বলেছিলেন। কিন্তু, তিনি তা না করে আদালতে চলে যান।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৪