আগরতলা (ত্রিপুরা) : মঙ্গলবার রাজ্যে এসে সমাবেশ করলেন কংগ্রেসের সর্ব ভারতীয় সহসভাপতি রাহুল গান্ধী। ত্রিপুরা থেকে বামফ্রন্টকে হটানোর কথা বললেন তিনি।
কিন্তু যেটা করলেন না তা হল দলীয় প্রার্থীদের জেতানোর কথা একবারও বললেন না তিনি। কংগ্রেস প্রার্থীদের জয়ী করার কথা না বলেই ভাষণ শেষ করে মঞ্চ থেকে নেমে গেলেন। রাহুল গান্ধীর এই বক্তৃতা নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার রাজ্যে আসেন কংগ্রেসের সর্বভারতীয় সহসভাপতি রাহুল গান্ধী। ত্রিপুরায় লোকসভা ভোট প্রচারে রাজ্যে এসেছিলেন রাহুল গান্ধী। রাজ্য সফরে এসে রাহুল গান্ধী ভাষণ দেন বিশালগড়ের কড়ইমুড়া স্কুল মাঠে।
দুই লোকসভা আসনের কংগ্রেস প্রার্থীদের সমর্থনে এদিন এই জনসভার আয়োজন করেছিল কংগ্রেস। রাহুল ১২ মিনিট মাত্র ভাষণ দিলেন। ভাষণে আক্রমণ করলেন রাজ্যের সিপিএম সরকারকে। কিন্তু এক বারের জন্য কংগ্রেস প্রার্থীদের জয়ী করার কথা বললেন না তিনি। কংগ্রেস প্রার্থীদের কথা মুখেই আনলেন না।
রাহুল গান্ধীর এমন বক্তব্যে রাজ্যে রাজনৈতিক মহলে ঝড় উঠেছে। বিরোধীদের পক্ষ থেকে বলা হচ্ছে, তিনি হয়তো তার দলের প্রার্থীদের কথা ভুলেই গেছিলেন। এদিকে সিপিএমের পক্ষ থেকে বলা হচ্ছে হারবে জেনে আর নিজ দলের প্রার্থীদের জয়ী করার কথা বলেন নি রাহুল।
বাংলাদেশ ১০০৫ সময়: ঘণ্টা, মার্চ ২৬, ২০১৪