ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আসামে বনধের প্রভাব ত্রিপুরায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৪
আসামে বনধের প্রভাব ত্রিপুরায়

আগরতলা (ত্রিপুরা): ভারতের আসামে চরমপন্থী একটি গোষ্ঠীর ডাকা ১০০ ঘণ্টার বনধের প্রভাব পড়েছে ত্রিপুরায়। বৃহস্পতিবার রাত থেকে ত্রিপুরা ও আসামের লামডিং পর্যন্ত চলাচলকারী একমাত্র যাত্রীবাহী ট্রেনটি বন্ধ হয়ে গেছে।



এতে দেশের মূল ভূখন্ড থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরা।

আসামের এন সি হিলে বৃহস্পতিবার রাত থেকে ১০০ ঘণ্টার বনধের ডাক দিয়েছে ডিমাসা নামের একটি চরমপন্থী গোষ্ঠী। এর আগেও ওই এলাকায় বহুবার তারা বনধের ডাক দিয়েছিল।

ত্রিপুরার যাত্রীদেরকে আসামের ডিমসা জেলায় অবস্থিত এন সি হিল হয়ে লামডিং যেতে হয়। এখানকার যাত্রীদের মূল ভারতের যেকোনো প্রদেশে যেতে চাইলেই লামডিং যেতে হয়। তবে বনধের কারণে লামডিং যাওয়া বন্ধ হতে বসেছে ত্রিপুরাবাসীর। প্রতিদিন সন্ধ্যায় লামডিংয়ের উদ্দেশে একমাত্র যাত্রী‍বাহী ট্রেনটি আগরতলা থেকে ছাড়ে।

আগরতলা রেল স্টেশনের ম্যানেজার পি এন দাস বাংলানিউজকে জানিয়েছেন, আগরতলা লামডিং যাত্রী ট্রেনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। লামডিংয়ের পরিবর্তে এখন ট্রেনটি আসামের বদরপুর পর্যন্ত আসা যাওয়া করবে।

তবে কবে নাগাদ ট্রেন পরিসেবা স্বাভাবিক হবে এ ব্যাপারে কিছু জানাতে পারেন নি তিনি।
 
এদিকে আগরতলা লামডিং ট্রেন পরিসেবা বন্ধ হওয়ায় শুধু যাত্রী সেবা বিঘ্নিত হবে না, বন্ধ হয়ে যাবে পণ্য পরিবহনও। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে আগরতলা স্টেশনে বিক্ষোভ করেছেন যাত্রীরা।

এ সময় তারা রেল কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ করেন তারা।
 
যাত্রীরা অভিযোগ করেন, এমনিতেই ১১০ দশ বছরের পুরোনো যন্ত্রপাতি এবং লাইনে ট্রেন চালাচ্ছে রেলওয়ে। এরমধ্যে আবার জঙ্গি তৎপরতাও রয়েছে। এরমধ্যে সন্ত্রাসবাদী সংগঠনের ডাকা বনধে নতুন সমস্যার সৃষ্টি হয়েছে।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, রেল যোগাযোগ বন্ধ হওয়ার কারণে শুধু ত্রিপুরা নয়। সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আসামের বরাক উপত্যকা, মিজোরাম, মনিপুর এবং মেঘালয়ের একটি অংশও।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।