কলকাতা: পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা আসনের মধ্যে ১৭টির প্রার্থী ঘোষণা করেছে জাতীয় কংগ্রেস।
দিল্লিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন- পশ্চিমবঙ্গের জঙ্গিপুর লোকসভা আসনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে ও গতবার ওই আসনে নির্বাচিত সাংসদ অভিজিত মুখোপাধ্যায়, মুর্শিদাবাদ জেলার বহরমপুর আসনে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। তবে এ আসনে তার বিপরীতে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন বিখ্যাত গায়ক ইন্দ্রনীল সেন।
এছাড়া, রায়গঞ্জ লোকসভা আসনে প্রতিমন্ত্রী এবং সাবেক মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সির স্ত্রী দীপা দাসমুন্সির নাম ঘোষণা করা হয়েছে। এই আসনে তৃণমূলের হয়ে লড়াই করছেন একই পরিবারের সাবেক মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সির ভাই সত্যরঞ্জন দাসমুন্সি।
উত্তর কলকাতা আসনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে সদ্য তৃনমূল কংগ্রেস ছেড়ে আসা সাবেক সাংসদ সোমেন মিত্রকে।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৪