আগরতলা (ত্রিপুরা): তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা সহ-সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন জহর সাহা। তার এ পদত্যাগে রাজ্য তৃণমূলে অস্বস্তি আরও বাড়ল।
শনিবার সকালে তৃণমূলের সর্ব ভারতীয় সভাপতি মুকুল রায়ের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন জহর সাহা।
গত কয়েকদিন ধরে রাজ্য তৃণমূল কংগ্রেসে গোষ্ঠী কোন্দলের খবর মিলছিল।
দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল নেতা জহর সাহার সঙ্গে কোনো রকম যোগাযোগ ছাড়াই ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়। এতে বেশ অসন্তুষ্ট হন জহর সাহা।
নিজের অসন্তোষ ব্যক্ত করতেই তিনি দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
যদিও জহর সাহার ঘনিষ্ঠরা দাবি করেছেন, শারীরিক অসুস্থতার জন্যই তিনি সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি নিয়েছেন।
অবশ্য এ নিয়ে জহর সাহার কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। কারণ, সকাল থেকেই তার মোবাইল-ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
এদিকে, তৃণমূল কংগ্রেস সারা দেশে শক্তি সঞ্চয় করলেও ত্রিপুরায় গত কয়েকদিনে তাদের শক্তি কমেছে। তাদের জোটে থাকা গ্রামীণ কংগ্রেস ত্রিপুরার লোকসভা আসনে আলাদা প্রার্থী দিয়েছে।
এছাড়া, শিগগিরই তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছেন গ্রামীণ কংগ্রেস নেতা সুবল ভৌমিক।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৪