ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সার্ধশততম জন্মবার্ষিকী পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৪
স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সার্ধশততম জন্মবার্ষিকী পালন

কলকাতা: বাংলার বাঘ খ্যাত স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মের সার্ধশততম জন্ম বার্ষিকী উদযাপন করেছে এশিয়াটিক সোসাইটি।

সোমবার কলকাতার এশিয়াটিক সোসাইটির বিদ্যাসাগর সভা গৃহে দুই দিনব্যাপী আলোচনা সভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ।

এতে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি আলতামস কবীর, কলকাতা হাই কোর্টের সাবেক প্রধান বিচারপতি চিত্তোতোষ মুখোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন আশুতোষ কলেজের অধ্যক্ষ ড. দীপক কুমার কর, এশিয়াটিক সোসাইটির প্রধান সম্পাদক অধ্যাপক মানবেন্দু ব্যানার্জি, এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক পল্লব সেনগুপ্ত সহ আরও অনেকে।

আলোচনায় স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বাংলার নবজাগরণ এবং স্বাধীনতা আন্দোলনে বিরাট অবদানের কথা উঠে আসে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে তার শিক্ষা বিস্তারে এক বিরাট ভূমিকার কথা স্মরণ করেন তারা।

বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের উদ্যোগেই বিভিন্ন ভারতীয় ভাষা শিক্ষার প্রচলন হয়েছিল। মাতৃভাষার মাধ্যমে শিক্ষার জন্য তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন।

স্যার আশুতোষ মুখোপাধ্যায় তিন বার এশিয়াটিক সোসাইটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ‘ইসলামিক কালচার’ বিষয়টিকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার ব্যাপারে তার অগ্রণী ভূমিকা ছিল।

স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের নাতি কলকাতা হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি চিত্তোতোষ মুখোপাধ্যায় বলেন, স্যার আশুতোষ মুখোপাধ্যায় বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি প্রতিটি জায়গায় নিজের যোগ্যতায় সর্বোচ্চ আসন লাভ করে নিয়েছিলেন। একদিকে যেমন বিচারক হিসেবে প্রায় ২০০০ মামলার রায় ঘোষণা করেছিলেন, তেমনি একজন গণিত বিশেষজ্ঞ হিসেবেও সুনাম অর্জন করেছিলেন।  

আলোচনায় অন্যদের মধ্যে নেতাজী সুভাষ বোস বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক রাধারমন চক্রবর্তীসহ বোস ইনিস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রধান আধিকারিক শিবাজি রাহাও অংশ নেন।

সোমবার শুরু হওয়া এশিয়াটিক সোসাইটির উদ্যোগে এ অনুষ্ঠান মঙ্গলবার পর্যন্ত চলবে।  

বাংলাদেশ সময়: ১৬০২  ঘণ্টা, মার্চ  ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।