ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় চলছে আন্তর্জাতিক ক্যালেন্ডার প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪
কলকাতায় চলছে আন্তর্জাতিক ক্যালেন্ডার প্রদর্শনী বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতাঃ  কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস-এ শুরু হোল ৬০ তম আন্তর্জাতিক ক্যালেন্ডার প্রদর্শনী। ‘আন্তর্জাতিক ক্যালেন্ডার প্রদর্শনী সোসাইটি’ এই প্রদর্শনীর আয়োজন করেছে।

পৃথিবীর বিভিন্ন  দেশের বিভিন্ন বিষয়ের উপর ক্যালেন্ডার এই প্রদর্শনীতে স্থান পেয়েছে।

ভারত ছাড়াও বাংলাদেশ, আমেরিকা, রাশিয়া, সিরিয়া, ইতালি, ফিলিপাইন, পেরু, লাওস, চীন, নেপাল, সুইজারল্যান্ড, থাইল্যান্ড বিভিন্ন দেশ এই প্রদর্শনীতে অংশ গ্রহণ করেছে।

বাংলাদেশের ১৬টি ক্যালেন্ডার এই প্রদর্শনীতে স্থান পেয়েছে।

আন্তর্জাতিক ক্যালেন্ডার সোসাইটির সম্পাদক স্বামী সোমানন্দ জানান, ১৯৫৫ সালে প্রথম এই প্রদর্শনী শুরু হয়। তিনি বলেন বিভিন্ন দেশের এই ক্যালেন্ডারের মাধ্যমে সেই সব দেশের শিল্প, সংস্কৃতি, ইতিহাস সম্পর্কে বেশ কিছুটা ধারনা পাওয়া যায়।

মোবাইল বা বিভিন্ন ইলেকট্রনিক্স দ্রব্যের ফলে ডিজিটাল ক্যালেন্ডারের ব্যবহার বেড়েছে। তাই ব্যবহারিক জীবনে ক্যালেন্ডারের কিছুটা জনপ্রিয়তা কমেছে। স্বামী সোমানন্দ জানান শুধু তারিখ দেখার জন্য নয়, বিঞ্জাপন হোক বা কোন সামাজিক বিষয়কে তুলে ধরার জন্য এখন ক্যালেন্ডারকে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে বিশেষ “থিম”কে সামনে রেখে তৈরি হচ্ছে ক্যালেন্ডার।

তিনি বাংলাদেশের ক্যালেন্ডারের মান এবং চিন্তাশীল বিষয়ের ভূয়সী প্রশংসা করেন।

ভারত ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে আন্তর্জাতিক ক্যালেন্ডার  প্রদর্শনী সোসাইটি এই ধরনের প্রদর্শনীর আয়োজন করে থাকে। প্রদর্শনী চলবে ২৪শ মার্চ পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।