আগরতলা (ত্রিপুরা): আগরতলার মুক্তধারা মিলনায়তনে রোববার হয়ে গেল প্রকাশনী সংস্থা অক্ষরের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক ইমদাদুল হক মিলন।
ইমদাদুল হক ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বাংলাদেশের শিল্প সংস্কৃতি এবং সাহিত্যকে তিনি তুলে ধরলেন আগরতলার বুদ্ধিজীবি মহলের সামনে।
অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ত্রিপুরায় পৌঁছান বাংলাদেশের বিশিষ্ট কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন।
রোবববার রাজ্যের প্রকাশনী সংস্থা অক্ষরের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে ইমদাদুল হক মিলন ছাড়াও ছিলেন বাংলাদেশের সাহিত্যিক সাজ্জাদুল ইসলাম। রাজ্যের কবি এবং শিল্পীরাও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে।
অনুষ্ঠানে বাংলাদেশের দুই সাহিত্যককে অক্ষরের পক্ষ থেকে স্মারক দিয়ে সন্মানিত করা হয়। অনুষ্ঠানে ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অঞ্জন কুমার সাহা।
বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৪