আগরতলা (ত্রিপুরা): কংগ্রেস বৃহস্পতিবার রাজ্যের রাজধানী আগরতলার বিবেকানন্দ ময়দানে নির্বাচনী সমাবেশ করেছে। এ সমাবেশে বিবেক ভোটের ডাক দিলেন ত্রিপুরার বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ।
বৃহস্পতিবার বিবেকানন্দ ময়দানে কংগ্রেসের ডাকা সমাবেশে দাঁড়িয়ে কংগ্রেস প্রার্থীর ব্যক্তিগত ইমেজ দেখে ভোট দেয়ার আর্জি জানালেন সুদীপ রায়। তিনি বলেন, ত্রিপুরার দুই আসনেই কংগ্রেস প্রার্থীরা যোগ্যতম।
৬ মার্চ থেকে জনচেতনা র্যালী শুরু করেছিল কংগ্রেস। গত ১৩ দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে কংগ্রেসের নেতাকর্মীরা সারা রাজ্য ঘুরে বেড়িয়েছেন। প্রচার করেছেন কংগ্রেস দল সমর্থকরা। জনচেতনা র্যালী শেষে বৃহস্পতিবার বিবেকানন্দ ময়দানে সমাবেশের আয়োজন করেছিল দল।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সংসদ সদস্য এবং কংগ্রেস নেতা সৌমেন মিত্র। কিন্তু তিনি এদিন তার বক্তৃতায় প্রায় পুরোটাই আলোচনা করলেন পশ্চিমবঙ্গ নিয়ে। তোপ দাগলেন তৃণমূল সরকারের বিরুদ্ধে।
প্রচণ্ড ভাবে বিঁধলেন মমতার সরকারকে। যেন সৌমেন মিত্র ত্রিপুরার ভোটারদের বোঝাচ্ছেন কেন তিনি তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে এসেছেন। কিন্তু তেমনভাবে আক্রমণ করলেন না রাজ্যের বাম সরকারকে। তার বক্তৃতার শেষ দিকে অবশ্য রাজ্যে কংগ্রেস প্রার্থীদের জয়ী করার আহ্বান জানালেন।
এদিন কংগ্রেসের সমাবেশে সৌমেন মিত্র ছাড়াও বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা আমজাদ আলি, দীপিকা সিং পান্ডে প্রমুখ। এরা প্রত্যেকেই বলেন ভারতে কংগ্রেস ছাড়া কোন বিকল্প নেই।
গত এক মাসে আস্তাবল ময়দানে আরও দুটি সমাবেশ হয়ে গেছে। একটি বিজেপির অন্যটি তৃণমূলের। কিন্তু গত দুই সমাবেশে মানুষের যে স্বতঃস্ফূর্ত আবেগ লক্ষ্য করা গিয়েছিল তা যেন এদিন উধাও। তবে লোক সংখ্যার নিরিখে গত দুটি সমাবেশের চাইতে এদিন কংগ্রেসের সভায় মানুষ বেশি হয়েছে বলে মাঠে আসা দর্শকদের অভিমত।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪