কলকাতা: বিশ্বের যেকোনো দেশের স্বাধীনতার পেছনে কবিতার অবদান অনস্বীকার্য।
শুক্রবার ২১ মার্চ আন্তর্জাতিক কবিতা দিবসে এমনই এক অমোঘ সত্য উচ্চারিত হল কলকাতার বিড়লা প্লানেটরিয়াম সেমিনার হলে আয়োজিত সভায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেক্সপিয়ার সোসাইটি অব ইন্ডিয়ার পূর্বাঞ্চলিক সভাপতি ড. অমিতাভ রায় ও বিশ্ব কবিতা উৎসবের সভাপতি আশিস সান্যাল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডায়লগ সোসাইটির সভাপতি সাংবাদিক গীতেশ শর্মা এবং বিশ্ব কবিতা উৎসবের প্রধান সম্পাদক অধ্যাপক পার্থ রাহা।
সভায় সামাজিক বিনির্মাণে কবিতার বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। একইসঙ্গে কবিতার মাধ্যমে ভাবের আদান-প্রদানের গুরুত্বের কথা তুলে ধরেন।
ড. অমিতাভ রায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি ইঙ্গিত করে ক্ষোভ প্রকাশ করে বলেন, কবিতা নিয়ে রাজ্যের বড় এক নেত্রী খুবই উৎসাহী। তিনি রাজনীতির সঙ্গে সঙ্গে কবিতাও লেখেন। কিন্তু জয়পুর কবিতা উৎসবে প্রতি বছর ৮৫ লাখ রুপি বরাদ্দ করা হলেও পশ্চিমবঙ্গে কবিতার জন্য সরকারিভাবে কিছুই করা হয়নি।
কবিতা পাঠের আসরে উপস্থিত ছিলেন পঙ্কজ সাহা, আবদুস শুকুর খান , কৃষ্ণা বসু, জিয়াদ আলি, জারিনা জারিন, আশিসগিরি প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৪