আগরতলা (ত্রিপুরা): লোকসভা ভোট প্রচারে কোন সর্বভারতীয় বাম নেতৃত্ব ত্রিপুরা রাজ্যে আসছেন না। তাই ত্রিপুরায় বামেদের প্রচারের প্রধান মুখ হচ্ছেন মানিক সরকার।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার বর্তমানে সিপিএমের অন্যতম নেতা। তিনি সিপিএমের পলিটব্যুরো সদস্যও। তিনিই ত্রিপুরায় বামফ্রন্টের নির্বাচনের জন্য প্রধান মুখ হতে যাচ্ছেন। রাজ্যে অন্য কোন বাম নেতা প্রচারে আসছেন না। এ কথার সত্যতা স্বীকার করে নিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর।
ত্রিপুরায় যে কোন নির্বাচনে সর্বভারতীয় বাম নেতৃত্ব প্রচারে আসেন। গোটা দেশে বাম পন্থী আন্দোলনের ক্ষেত্রে ত্রিপুরা অন্যতম। ফলে এখানে বামফ্রন্ট বা সিপিএম ব্যাপক প্রচার অভিযান চালায় নির্বাচনগুলোতে।
কিন্তু এবারই প্রথম কোন নির্বাচন হচ্ছে যেখানে আসছেন না কোন সর্বভারতীয় বাম নেতৃত্ব। কারণ গোটা দেশে বামেদের অবস্থা তেমন মজবুত নয়। ফলে সর্ব ভারতীয় বাম নেতারা দেশের অন্যপ্রান্তে ভোট প্রচারে ব্যস্ত থাকছেন।
ত্রিপুরায় যেহেতু সারা দেশের তুলনায় লড়াইটা একটু সহজ বামেদের কাছে তাই এখানে রাজ্যের বাইরের নেতারা আর ভোট প্রচারে আসছেন না। এখানে একমাত্র প্রচার করবেন মানিক সরকার।
বিজন ধর জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মানিক সরকার ত্রিপুরায় ৩০টি বড় সমাবেশ করবেন। ২২ মার্চ থেকে তার সমাবেশ শুরু হয়েছে। চলবে ৯ এপ্রিল পর্যন্ত। এই সময়ে তিনি গোটা রাজ্য চষে বেড়াবেন। একাই প্রাচারের হাল ধরবেন রাজ্যে। এদিকে রাজ্যের অন্যান্য বাম নেতারা অবশ্য সমান তালে প্রচার চালিয়ে যাচ্ছেন।
শুধু ত্রিপুরায় নয় রাজ্যের বাইরেও এবার সিপিএমের প্রচারের ক্ষেত্রে প্রধান মুখ হতে যাচ্ছেন মানিক সরকার। তিনি রাজ্যের প্রচার শেষে ত্রিপুরার বাইরেও প্রচারে অংশ গ্রহণ করবেন।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৪