ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় মঙ্গলবার রাহুল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৪
আগরতলায় মঙ্গলবার রাহুল

আগরতলা (ত্রিপুরা) : মঙ্গলবার রাজ্যে আসছেন কংগ্রেসের সর্বভারতীয় সহসভাপতি রাহুল গান্ধী। লোকসভা ভোট প্রচারের জন্য রাজ্যে আসছেন তিনি।

রাজ্য সফরে রাহুল গান্ধী ত্রিপুরায় একটি জনসভায় ভাষণ দেবেন। তিনি জনসভা করবেন বিশালগড়ে।

আগে থেকে কংগ্রেস দলের পক্ষ থেকে জানানো হয়েছিল রাহুল গান্ধী মঙ্গলবার সাড়ে বারটায় আগরতলায় আসবেন। পরে বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তিনি বিশালগড় যাবেন।

এদিকে মঙ্গলবার কলকাতায় রাহুল গান্ধীর বেশ কয়েকটি সমাবেশ করার কথা। এ কারণে তিনি হয়তো আগে এসে পড়তে পারেন। এতে ত্রিপুরা কংগ্রেস নেতাদের লোক সমাগম করা সমস্যা হতে পারে।

রাজ্য কংগ্রেসের কার্যকরী সভাপতি আশিস সাহা জানিয়েছেন, বিশালগড়ের কড়ইমুড়া স্কুল মাঠে রাহুল গান্ধীর সমাবেশ হবে। তিনি জানিয়েছেন, ঠিক ছিল রাহুল গান্ধী ত্রিপুরায় দুটি জনসভা করবেন।

কিন্তু নির্বাচনের সময় তার চূড়ান্ত ব্যস্ততার কারণে দুটি সমাবেশ সম্ভব হচ্ছেনা। ২৫ মার্চ ত্রিপুরা থেকে ফিরে গিয়ে তিনি কলকাতায় তিনটি সমাবেশে বক্তব্য রাখবেন।

২১ মার্চ রাজ্যে এসে সভা করে গেছেন পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা সৌমেন মিত্র। ঐ দিন সমাবেশ হয়েছিল রাজ্যের বিবেকানন্দ ময়দানে। কিন্তু লোক সমাগম সেরকম হয় নি।

এদিকে সিপিএম বলেছে, সৌমেন মিত্রকে দিয়ে সমাবেশ করেই আগরতলায় মাঠ ভরাতে পারে নি কংগ্রেস। তাই এবার রাহুলকে নিয়ে কোন চান্স নিতে চাইছেনা তারা।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।