আগরতলা (ত্রিপুরা): ভারতীয় মহিলা ব্যাঙ্ক (বিএমবি)-এর ২০তম শাখার উদ্বোধন হল আগরতলা মঠ চৌমুহনিতে৷ গোটা উত্তরপূর্বাঞ্চলের মধ্যে আগরতলার এই শাখা মহিলা ব্যাঙ্কের দ্বিতীয় শাখা।
এই নতুন শাখার উদ্বোধন করেন ব্যাঙ্কের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর ঊষা অনন্ত সুব্রহ্মণ্যম।
শিগগিরই মহিলাদের অর্থনৈতিক স্বাবলম্বনে শিল্প, সাক্ষরতা ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তাছারা সহজ শর্তে ঋণসহ মহিলাদের বিমার সুযোগও করে দেওয়া হবে এই ব্যাঙ্কে।
বিভিন্ন প্রকল্পে মহিলা গ্রাহকদের জন্য সুদের ক্ষেত্রে বিশেষ ছাড় বা সুযোগ-সুবিধা রাখা হয়েছে এই ব্যাঙ্কে৷ এই ধরনের ব্যাঙ্ক মহিলাদের ক্ষমতায়নের পাশাপাশি অর্থনৈতিক স্বাবলম্বনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি জানান।
চলতি বছর দেশের আরও ৫টি শহরে মহিলা ব্যাঙ্কের শাখা খোলা হবে। আগামী আর্থিক বছরে দেশের বিভিন্ন শহরে এই ব্যাঙ্কের ৫৫টি শাখা খোলা হবে৷ এই ব্যাঙ্কে থাকবে কোর ব্যাঙ্কিং, এটিএম, মোবাইল পরিসেবার সুযোগ৷
বর্তমানে তিনজন পুরুষ কর্মী এই ব্যাঙ্কের দায়িত্ব পালন করছেন৷ আগামী দিনে ব্যাঙ্কিং পরীক্ষায় আরও লোক নিয়োগ করা হবে৷
বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৪