আগরতলা (ত্রিপুরা): আগরতলার প্রকাশনী সংস্থা ‘অক্ষর’র ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে শনিবার আগরতলায় এসেছেন বিশিষ্ট কথা সাহিত্যিক ও ‘দৈনিক কালের কণ্ঠ’ পত্রিকার সম্পাদক ইমদাদুল হক মিলন।
এদিকে, শনিবার রাতে আগরতলা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিক এবং সাহিত্যিকদের সঙ্গে এক ঘরোয়া আলোচনায় বাংলা এবং বাংলাদেশকে নিজের গর্ব বলে পরিচয় দেন তিনি।
ইমদাদুল হক মিলন বলেন, ২০০৫ সালে একবার আগরতলায় এসেছিলাম। এবার আবার এলাম। এর মধ্যে আগরতলার অনেক পরিবর্তন চোখে পড়ছে। সবচেয়ে বড় বিষয় হল এখানকার শিল্প ও প্রকাশনী ক্ষেত্রটি অনেক বড় হয়েছে।
তিনি বলেন, একটি জায়গাকে তার শিল্প, সংস্কৃতি, সাহিত্য ক্ষেত্র থেকে চেনা যায়। সেক্ষেত্রে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশ খুব কাছাকাছি। দু’জায়গার ভাষা এক, সংস্কৃতি এক।
৩০ মার্চ রোববার প্রকাশনী সংস্থা ‘অক্ষর’র ২৫ বছর পূর্তি। অনুষ্ঠানে ইমদাদুল হক মিলন ছাড়াও থাকবেন বাংলাদেশের সাহিত্যিক সাজ্জাদুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের কবি ও শিল্পীরা।
বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৪