আগরতলা (ত্রিপুরা): প্রথম পর্বের ভোট শেষ হওয়ার পর বুধবার ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হবে।
ভারতের ষোড়শ লোকসভা নির্বাচনের ভোট শুরু হয়েছে সোমবার থেকে।
সূত্র জানায়, বুধবার অরুনাচল প্রদেশ, মণিপুর, মেঘালয় এবং নাগাল্যান্ডে নির্বাচন হবে। এছাড়া অরুনাচলের ৬০ সদস্য বিশিষ্ট বিধানসভারও ভোট হবে।
অরুনাচল প্রদেশ এবং মেঘালয়ে রয়েছে দুটি করে লোকসভা আসন এবং মণিপুর ও নাগাল্যান্ডে রয়েছে একটি আসন।
এই ছয়টি লোকসভা আসন এবং অরুনাচলের বিধানসভা ভোটের জন্য সরব প্রচার সোমবার বিকেলে শেষ হয়েছে।
এদিকে ওই ছয় আসনের মধ্যে চারটি রয়েছে কংগ্রেসের দখলে। আর একটি করে আসন রয়েছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এবং নাগা পিপলস ফ্রন্টের।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৪