আগরতলা (ত্রিপুরা): রাজ্য সরকারকে তুলধুনো করল তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
মঙ্গলবার রাজ্যে এসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী।
মঙ্গলবার রাজ্যে এসে মমতা ব্যানার্জী সভা করেন ত্রিপুরার দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমায়। সেই সভায় মমতা ব্যানার্জী এদিন বলেন, কংগ্রেস সিপিএম এবং বিজেপি হাত ধরাধরি করে চলছে। তারা এবার ক্ষমতায় আসতে পারবে না। তার পরিবর্তে ভালো ফল করবে আঞ্চলিক দলগুলি। আর তৃণমূল এসব দলকে নিয়ে সরকার গড়বে।
তিনি জানান, আগামী ৬ মাসের মধ্যে পশ্চিমবঙ্গের বাইরেও তৃণমূল কংগ্রেস তার শক্তি বৃদ্ধি করতে সমর্থ হবে।
মমতা ব্যানার্জীর ভাষণে এদিন প্রধান আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল সিপিএম।
তিনি বলেন, আমরা পশ্চিমবঙ্গ থেকে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছি। এবার আমাদের লক্ষ্য ত্রিপুরা থেকে বাম সরকারকে মুছে দেওয়া। তার জন্য এখন থেকে কিছুদিন পরপরই আমি ত্রিপুরাতে আসব। তিনি অভিযোগ করেন বাম অপশাসনের জন্য ত্রিপুরায় কোনো উন্নতি হয় নি।
মাত্র এক মাস আগে রাজ্য সফর করে যান মমতা ব্যানার্জী। ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ রাজ্যে এসে বিবেকানন্দ ময়দানে সভা করেছিলেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর সেবারই প্রথম রাজ্যে এসেছিলেন মমতা। তখনও দেশের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয় নি। এবার তিনি যখন রাজ্যে এলেন তখন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে।
বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৪