কলকাতাঃ পুলিশের হেফাজতে ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুর এক বছর পর তার মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবীতে বুধবার ছাত্র–যুবদের এক বিরাট মিছিল হল কলকাতায়।
২০১৩ সালে আইন অমান্য কর্মসূচিতে গিয়ে মারা যান তরুণ ছাত্রনেতা সুদীপ্ত গুপ্ত।
এক বছর আগে এদিনে সুদীপ্ত গুপ্তের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল গোটা কলকাতা। সূর্যকান্ত মিশ্র বলেন সুদীপ্ত গুপ্ত বেঁচে থাকবেন তরুণ প্রজন্মের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে। রাজ্যসভার সদস্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গভীর আবেগের সঙ্গে স্মরণ করেন তার এক সময়ের সহযোদ্ধা সুদীপ্ত গুপ্তকে।
শাহবাগ আন্দোলনের স্বপক্ষে কলকাতায় ছাত্রদের একত্রিত করার কাজে অন্যতম সংগঠক ছিলেন প্রয়াত এই ছাত্র নেতা। ছাত্রদের বিরাট মিছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ধর্মতলায় শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৪