কলকাতাঃ অভিনেতা থেকে নেতা। নতুন দায়িত্ব ভালো ভাবেই সামলালেন বলিউড সুপারস্টার ও সদ্য রাজ্যসভার নির্বাচিত সংসদ সদস্য মিঠুন চক্রবর্তী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক হিসেবে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলে তৃণমূল প্রার্থী দোলা সেনের সমর্থনে এক জনসভায় দীর্ঘ বক্তব্য রাখেন মিঠুন চক্রবর্তী।
না কোন তারকা সুলভ চলচিত্তের ডায়লগ নয় তিনি কখনও হিন্দি এবং কখন বাঙলা মেশান ভাষণে যা বললেন তার পুরোটাই রাজনৈতিক বক্তব্য। তবে মধ্যে মধ্যে ছিল নায়কচিত স্বভাব।
বললেন, তৃণমূলের পাল্লা ভারি তাই জনগণের উচিৎ তাদেরকেই ভোট দেওয়া। ডাক দিলেন পশ্চিমবঙ্গের সবকটি আসনেই তৃণমূল কংগ্রেসকেই জেতাবার।
মিঠুন চক্রবর্তী বললেন তিনি রাজনীতি ভালোভাবেই বোঝেন। তাই ভোট চাইলেন তৃণমূলের পক্ষে। সরাসরি রাজনৈতিক যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করলেন কেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের হাতকেই শক্ত করা উচিৎ।
তিনি আওয়াজ তুললেন “হর ঘর দিদি, ঘর ঘর দিদি”( প্রতিটি বাড়িতে দিদি, প্রতিটি ঘরে দিদি। উৎসাহী জনতার গলায় সেই আওয়াজ ফিরে এলো শত গুণ হয়ে। মঞ্চে বসে দারুণ খুশি মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৪