আগরতলা (ত্রিপুরা): মিজোরামে বুধবার দ্বিতীয় দফায় লোকসভার ভোট হবার কথা ছিল । কিন্তু সে রাজ্যে এদিন ভোট হচ্ছে না।
১১ এপ্রিল কোন রাজ্যের ভোট ছিল না। ওই দিনটি খালি রাখা হয়েছিল। এখন ১১ এপ্রিল ভোট নেয়া হবে মিজোরামে। মিজোরামে রয়েছে একটি লোকসভার আসন। মিজোরামের ৫ টি ছাত্র সংগঠন এবং বেশ কয়েকটি সামাজিক সংস্থা ভোট বয়কটের ডাক দেয়। তারা সোমবার থেকে ৭২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে।
এই সংগঠনগুলি হুমকির মুখে মূলত দেশের নির্বাচন কমিশন মিজোরামের ভোট পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। মিজোরামের সংগঠনগুলি দাবি ছিল ত্রিপুরায় আশ্রয় নেয়া রিয়াং শরণার্থীরা যাতে মিজোরামে গিয়ে ভোট দেন।
কিন্তু সে দাবি উড়িয়ে দিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছিল শরণার্থী শিবিরে বসেই রিয়াং সম্প্রদায়ের মানুষ ভোট দেবেন।
কমিশনের সিদ্ধান্ত মোতাবেক ১ থেকে ৩ এপ্রিল শরণার্থীদের ভোট নেয়া হয় ক্যাম্পেই। এবার এই অজুহাতে মিজোরামে ভোট বয়কটের ডাক দেয়া হয়। যদিও কমিশন নতুন করে ভোটের দিন ঘোষণা করেছে।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৪