কলকাতাঃ বুধবার কলকাতার সল্টলেক সেক্টর ফাইভ থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি “সম্প্রীতি যাত্রা, রক্তের বন্ধনে দুই বাঙলা” নামের এক সাইকেল যাত্রার উদ্বোধন করলেন ভারতের অন্যতম শিল্পগোষ্ঠী টেকনো ইন্ডিয়া’র কর্মকর্তা অরূপ কুমার ঘোষ।
বাংলাদেশের ওয়াল্টন এবং ভারতের টেকনো ইন্ডিয়া’র মিলিত প্রচেষ্টা ও ‘ফুটবল লাভার্স অ্যাসসিয়েসানের তত্ত্বাবধানে এই সম্প্রীতি যাত্রার আয়োজন করা হয়েছে।
এরআগে বাংলাদেশের ১০ জন সাইকেল আরোহী কলকাতায় মুমুর্ষ রোগীদের সাহায্যের জন্য রক্তদান করেন। আগামী ১৪ এপ্রিল একই রকম একটি অনুষ্ঠানে ভারতীয় ১৫ জন সাইকেল আরোহী বাংলাদেশে রক্তদান করবেন। প্রবল গরমকে উপেক্ষা করে সাইকেল আরোহীদের উৎসাহ ছিল অপ্রতিরোধ্য।
যাত্রার সূচনা করে দুই দেশের সাইকেল আরোহীদের উত্তরীয় পড়িয়ে সম্মান প্রদান করেন টেকনো ইন্ডিয়া’র কর্মকর্তা অরূপ কুমার ঘোষ। তিনি বলেন, এই উদ্যোগ প্রমাণ করে দুই বাংলার মধ্যে রক্তের বন্ধন অটুট রয়েছে।
তিনি আরও বলেন, এই উৎসাহ প্রমাণ করে দুই বাঙলা একদিন একসঙ্গে ছিল এবং আজও তারা আত্মিকভাবে খুবই কাছাকাছি। এই সম্প্রীতি যাত্রার আকার খুব বড় না হলেও এটি একটি মহৎ প্রচেষ্টা এবং এ ধরনের প্রচেষ্টা দুই দেশের মধ্যে সুসম্পর্কের এক উজ্জ্বল নিদর্শন।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৪