ঢাকা: ভারতের লোকসভা নির্বাচনে বিহারের সরন আসনে এবার লড়ছেন সাবেক মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী। আর এ আসনটি তার স্বামী রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি)সভাপতি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদের দুর্গ হিসেবেই পরিচিত।
পশু খাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় লালু নির্বাচন করতে অযোগ্য হওয়ায় ১৭ বছর আগে রাজনীতিতে আসা রাবড়ি স্বামীর আসনে নির্বাচন করছেন।
রোববার স্বামী লালুকে সঙ্গে নিয়ে পাটনা থেকে হেলিকপ্টারে করে এসে ডিস্ট্রিক্ট রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন।
এসময় তিনি গণমাধ্যমেরে কাছে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ের হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীর সমালোচনা করে তিনি বলেন, আমরা এমন প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন কী আশা করতে পারি যিনি তার স্ত্রীকে ৪০ বছর দূরে রাখেন। তিনি যদি ক্ষমতায় আসেন তবে দেশের মানুষ ও নারীরা নিরুদ্বেগ থাকতে পারবে না।
যদিও রাবড়ি দেবীর নির্বাচনি সফলতা খুব ভালো নয়। এর আগে ২০১০ সালের নির্বাচনে রাগপুর ও সোনপুর দুটি আসন থেকে নির্বাচন করে দুটিতেই হেরেছিলেন তিনি।
স্ত্রীর নির্বাচন করা প্রসঙ্গে লালুর কৌশলী জবাব,কোনো সমস্যা নেই, ‘লালুই রাবড়ি, রাবড়িই লালু’।
রাভরীও এ বিষয়ে তার স্বামীর সাথে একমত। তার মতে, দলের নেতা-কর্মীরা তার জন্য কাজ করবেন। তাই কোনো সমস্যা নেই।
পশুখাদ্য কেলেঙ্কারির ঘটনায় সমালোচনার মুখে এর আগে ১৯৯৭ সালে রাজনৈতিক জ্ঞানশুন্য স্ত্রী রাবড়িকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন লালু।
উল্লেখ্য, ভারতের লোকসভা ভোট শুরু হয়েছে গত ৭ এপ্রিল। ভারতের প্রায় ৮১ কোটি ভোটার এবার লোকসভা নির্বাচনে ভোট দিচ্ছেন। ৭ এপ্রিল প্রথম দফায় ভারতের দুইটি রাজ্যে ভোটগ্রহণের মাধ্যমে শুরু হয় লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিকতা। সরন আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৭ মে। মোট ৯ দফায় সর্বশেষ ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা করা হবে ১৬ মে।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা; ১৩ এপ্রিল ২০১৪