ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনে বর্ষবরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৪
কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনে বর্ষবরণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: বিগত বছরকে বিদায় ও নতুন বছর ১৪২১ কে স্বাগত জানাল কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন।

পশ্চিম বাংলার পঞ্জিকা অনুযায়ী মঙ্গলবার বর্ষবরণ হলেও বাংলাদেশের ঐতিহ্য মেনে বাংলাদেশ উপ হাইকমিশন বর্ষবরণের আয়োজন করে।



এদিন নতুন বছরকে বরণ করতে মিশন প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কুষ্টিয়ার লালন অ্যাকাডেমির শিল্পীরা।
 
অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান উপ হাইকমিশনার আবিদা ইসলাম। তিনি বলেন, এই নববর্ষ দুই বাংলা বাঙালির। বাংলাদেশে এই উৎসব সবচেয়ে বড় এবং অসাম্প্রদায়িক উৎসব।
 
পরে ঐতিহ্য অনুসারে মিশন প্রাঙ্গণে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। এছাড়াও ছিল ঐতিহ্যবাহী নাগরদোলা ও রকমারী খাবারের আয়োজন।
 
পরে সঙ্গীত-নৃত্য পরিবেশন করেন ভারতে অধ্যয়নরত বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতার চীন হাইকমিশনের কর্মকর্তারা, সাহিত্যিক পবিত্র সরকার, লেখক ভারতী রায় ও বিশিষ্ট জনেরা।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।