কলকাতা: কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার এবং আলিপুর দুয়ার কেন্দ্রের লোকসভা নির্বাচন।
ভারতীয় সময় সন্ধ্যা ৬ টার ভোট শেষ হয়।
কোচবিহারে বিজেপি প্রার্থী হেমচন্দ্র বর্মণের বাড়িতে হামলা এবং ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তীর রাজ্যের শাসক দলের দিকে। অপর দিকে জলপাইগুড়িতে তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মণ সি পি এম সমর্থকদের দ্বারা কটূক্তি এবং হেনস্তা হবার অভিযোগ এনেছেন।
কোচবিহার লোকসভা কেন্দ্রে বেশ কয়েকটি জায়গায় বুথ দখল এবং জালছাপ দেওয়ার অভিযোগ এনে কয়েকটি জায়গায় পুনঃনির্বাচনের দাবি করছেন বাম প্রার্থী দীপক কুমার রায়।
কমিশন নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে জানালেও ভোটের পর ভোট নিয়ে বেশ কিছু অভিযোগ করেছে বামফ্রন্ট এবং কংগ্রেস।
**শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে পশ্চিমবঙ্গে
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ১৭ এপ্রিল , ২০১৪