কলকাতা: সবচেয়ে বেশি ভোটারের দেশ ভারতের ষোড়শ লোকসভা নির্বাচনে রূপালী জগতের তারকাদের ছড়াছড়ি। দিল্লি দখলের হাতিয়ার হিসাবে তারকামুখকে পুঁজি করে ভোটে এক নতুন মাত্রা ছড়িয়ে দিতে পরেছে ভারতের প্রধান প্রধান জাতীয় ও আঞ্চলিক দলগুলো।
জানা যায়, এবারের নির্বাচনে রূপালী জগতের তারকারা উল্লেখযোগ্য হারে পশ্চিম বঙ্গের বিভিন্ন লোকসভা আসন থকে নির্বাচন করছেন। এখানে বেশি তারকা মনোনয়ন দিয়েছে শাসক মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস।
এদের মধ্যে মহানায়িকা সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন লড়ছেন বাঁকুরা কেন্দ্র থেকে, জনপ্রিয় টালিউড নায়ক দেব দাঁড়িয়েছেন ঘাটাইল আসন থেকে, বীরভূম থেকে অভিনেত্রী শতাব্দী রায়, দার্জিলিং থেকে সাবেক ফুটবলার বাইচুং ভুটিয়া। এছাড়াও তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন অভিনেতা তাপস পাল, চিত্রনায়িকা সন্ধ্যা রায়, সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন প্রমুখ।
এছাড়াও ভারতীয় জনতা পার্টি-বিজেপির প্রার্থী হিসাবে পশ্চিম বঙ্গে মাঠ কাঁপাচ্ছেন বলিউডের জনপ্রিয় গায়ক বাবুল সুপ্রিয় । সঙ্গীতশিল্পী বাপ্পী লাহিড়ীও লোকসভায় যেতে পশ্চিম বঙ্গ থেকে ভোটে লড়ছেন। পাশাপাশি টালিউড তারকা জর্জ বেকারকে মনোনয়ন দিয়ে বাংলায় মাটি কিছুটা শক্ত করতে চাইছে বিজেপি।
নির্বাচনি বিধি অনুযায়ী এসব প্রার্থীদের সম্পদের হলফনামা নির্বাচন কমিশনে জমা দিতে হয়। সেই হলফনামা সূত্রেই জানা গেছে প্রার্থীদের সম্পদের বিবরণী। বেরিয়ে এসেছে কে কী পছন্দ করেন।
হলফনামায় দেখা যাচ্ছে, চিত্রনায়িকা শতাব্দীর রায়ের অন্য জিনিসের প্রতি পছন্দ থাকলেও গাড়ির ব্যাপারে তিনি বেশ সৌখিন। ২০০৯ সালেও তৃণমূলের হয়ে লোকসভায় জয়ী হওয়া শতাব্দীর একটি মারুতি সুফট, একটি টাটা সাফারি এবং একটি স্যান্ট্রো গাড়ি আছে। বীরভূম লোকসভা কেন্দ্র থেকে লড়া এই চিত্রনায়িকার কিন্তু কলকাতায় চারটি ফ্ল্যাটও আছে।
হলফনামায় ৪৫ বছর বয়সী শতাব্দী রায় উল্লেখ করেছেন, তার হাতে ক্যাশ আছে ২০ হাজার ২৩০ রুপি। বিভিন্ন বিনিয়োগ খাতে তার ৩ লক্ষ ৮০ হাজার রুপি জমা আছে। আর জমি আছে প্রায় ২১ লক্ষ ৫০ হাজার রুপি বাজার মুল্যের। সোনা আছে ১০ লক্ষ ২৪ হাজার রুপির।
এছাড়া শতাব্দী রায়ের স্বামী মৃগাঙ্ক ব্যানার্জির হাতে ক্যাশ আছে ৩০ হাজার ৫৮০ রুপি। বিভিন্ন খাতে বিনিয়োগ হিসেবে জমা আছে ১৩ লক্ষ ৪৭ হাজার ১৬৯ রুপি। সোনার অলঙ্কার আছে ২ লক্ষ ৬৫ হাজার রুপির।
বিজেপির গায়কপ্রার্থী বাবুল সুপ্রিয় লড়ছেন আসানসোল কেন্দ্র থেকে। তিনি বাড়ি পছন্দ করেন। বাবুলের মুম্বাইতে তিনটি ফ্ল্যাট এবং গুরগাঁওতে দুটি ফ্ল্যাট আছে।
এছাড়াও ৪৩ বছর বয়সী বিখ্যাত প্লেব্যাক শিল্পী বাবুল সুপ্রিয়র হাতে ক্যাশ আছে ১ লক্ষ ২ হাজার ৩৪০ রুপি। বিভিন্ন বিনিয়োগ খাতে জমা আছে প্রায় ৪০ লক্ষ ৬৫ হাজার ৪৩৪ রুপি। সোনার গয়না আছে ৫ লক্ষ ২৩ হাজার ২৫০ রুপির। শেয়ার, বন্ড, ইনস্যুরেন্স ইত্যাদিতে বাবুলের জমা আছে ১২ লক্ষ ৭৫ হাজার ৪৩০ রুপি। বাবুলের কাছে আছে একটি অডি এবং একটি শারভোলেট গাড়ি।
বাবুলের স্ত্রী সুশ্চিমিতা রিয়া বড়ালের হাতে আছে ৩ লক্ষ ৭০ হাজার ১৫৭ রুপি।
এবার দেখা নেয়া যাক, মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা নায়িকা মুনমুন সেন তার সম্পত্তির বিবরণে কী জানিয়েছেন নির্বাচন কমিশনকে? ৬০ বছরের মুনমুন সেন জানিয়েছেন, তার হাতে ক্যাশ রয়েছে ৭০ হাজার রুপি। এছাড়া বিভিন্ন বিনিয়োগ খাতে তার জমা আছে ৩৮ লক্ষ ৯৭ হাজার রুপি। সোনা এবং হীরের অলঙ্কার আছে প্রায় ৫৮ লক্ষ ৫৬ হাজার রুপির। মুম্বাইতে একটি আবাসনে একটি ফ্ল্যাটসহ তার একটি গাড়ি রয়েছে।
স্বামী ভরত কিশোর দেববর্মার সম্পত্তির হিসেবে মুনমুন জানিয়েছেন, তার স্বামীর হাতে ক্যাশ রয়েছে ৬০ হাজার রুপি। এছাড়া ৩২ লক্ষ ৬১ হাজার রুপি বিভিন্ন বিনিয়োগ খাতে তার জমা রয়েছে। একটি গাড়িসহ মুম্বাইতে তার নামে রয়েছে একটি ফ্ল্যাট।
পশ্চিম বঙ্গের ‘নিসর্গের দেশ’ দার্জিলিং থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভারতের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া। ৩৭ বছর বয়সী বাইচুং –এর হাতে ক্যাশ আছে প্রায় ২ লক্ষ ৪১ হাজার ৯৪১ রুপি। বিভিন্ন বিনিয়োগ খাতে জমা আছে ৮ লক্ষ ৭২ হাজার ৭২৭ রুপি। এছাড়া সোনা আছে ১৪ লক্ষ ৮৫ হাজার রুপির। বেশ কিছু কোম্পানির শেয়ার আছে সাবেক এই ভারতীয় অধিনায়কের হাতে। সব মিলিয়ে সেই খাতে জমা আছে ১ কোটি ৮৮ লক্ষ ৪ হাজার ২৭৯ রুপি। ফ্ল্যাট ছাড়াও আছে একটি অডি গাড়ি, যেটির বাজারের মূল্য ৪১ লক্ষ ৮৪ হাজার ২০০ রুপি।
বাইচুং-এর স্ত্রী মাধুরী টিপনিস ভুটিয়ার যে সম্পত্তির বিবরণ পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে তার হাতে ক্যাশ রয়েছে প্রায় ২ লক্ষ ৭০ হাজার ৯৯৭ রুপি। বিভিন্ন বিনিয়োগ খাতে জমা আছে ১৫ লক্ষ ৭১ হাজার ৪১ রুপি। সোনার অলঙ্কার আছে প্রায় ১৭ লক্ষ ৩৬ হাজার রুপির। বাইচুং-এর মতোই বেশকিছু কোম্পানির শেয়ার কেনা আছে মাধুরীরও, যার মূল্য প্রায় ৬৬ লক্ষ ৯৫ হাজার ৬৫০ রুপি। এছাড়া আছে একটি ফ্ল্যাট।
‘ডিস্কো কিং’ বাপী লাহিড়ীর যে সোনার প্রতি আসক্তি আছে এটা তার যেকোনো ভক্তই জানেন। নজরকাড়া গহনা পরে বাপ্পী লাহিড়ী নজর কাড়েন গণমাধ্যমেরও। কিন্তু অবাক করার বিষয়, জানা গেছে, সোনার প্রতি ভালবাসা বাপ্পীর চেয়ে তার স্ত্রীর আরো বেশি।
নির্বাচন কমিশনকে দেয়া হিসেবে বাপ্পী লাহিড়ী জানিয়েছেন, তিনি ৭৫৪ গ্রাম সোনার মালিক যার বাজার মূল্য প্রায় ১৭ লক্ষ ৬৭ হাজার ৪৫১ রুপি। তার স্ত্রী চিত্রনী লাহিড়ী ৯৬৭ গ্রাম সোনার গহনার মালিক। যার বাজার মূল্য ২০ লক্ষ ৩৪ হাজার ৮৩০ রুপি।
তবে শুধু সোনা নয়, রুপোর গহনারও ভক্ত বাপ্পী লাহিড়ী। আর তার প্রমাণ পাওয়া যায় তার সংগ্রহে থাকা ৪ কেজি ৬২ গ্রাম রুপার গহনার হিসেব দেখে। তবে এখানেও ‘ডিস্কো কিং’-কে টেক্কা দিয়েছেন তার স্ত্রী চিত্রানী লাহিড়ী, তার হাতে আছে ৮ কিলো ৯০ গ্রাম রুপোর অলঙ্কার। এছাড়াও একটি বি এম ডাব্রিউ এবং একটি অডি গাড়ির মালিক লাহিড়ী পরিবার। মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১১ কোটি ৯৩ লক্ষ রুপি।
এছাড়াও কয়েকজন তারকা প্রার্থী আছেন নির্বাচনের ময়দানে কিন্তু এখন তারা তাদের সম্পত্তির বিবরণ কমিশনকে জানাননি বলে জানা গেছে।
আশা করা যাচ্ছে, খুব অল্প সময়ের মধ্যের তাদের তথ্যও হাতে পেয়ে যাবেন নির্বাচন কমিশন।
ভারতের মোট লোকসংখ্যা ১২১ কোটি। এরমধ্যে ভোটার ৮১ কোটি ৪০ লাখ। তারা ৫৪৩টি আসনে ভোট দেবেন পছন্দের প্রার্থী নির্বাচিত করতে। গত ৭ এপ্রিল থেকে এ ভোট শুরু হয়েছে।
নয় পর্বের এ ভোট শেষ হতে ৩৫ দিন সময় লাগবে। দিল্লি দখল করতে হলে যেকোনো দলকে ২৭২টি আসনে জয় পেতে হবে।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ২১ এপ্রিল , ২০১৪