হিলি (দিনাজপুর): ভারতের হিলিসহ পশ্চিমবঙ্গে ১৬তম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এ নির্বাচন উপলক্ষে হিলি ও এর আশপাশের সীমান্তগুলোতে নজরদারি বৃদ্ধি করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ শুরু হয়।
নিয়মিত সীমান্ত রক্ষীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিএসএফ সদস্য। নাশকতা এড়াতে ও অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে এই বাড়তি নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে সীমান্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদাহ এবং মুর্শিদাবাদ সীমান্তবর্তী এ ৪ জেলায় বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে, বিএসএফের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরও সীমান্তে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
ফুলবাড়ী ৪০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশীদ জানান, সীমান্তের ওয়াচ টাওয়ারগুলো থেকে সীমান্তের ওপর সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে যাতে কেউ সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করতে না পারে।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪