কলকাতা: বৈশাখী দহনে হাঁসফাঁস করছে কলকাতা। বৃহস্পতিবার তাপমাত্রা ছাড়ালো ৪১ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি।
বেলা বেড়ার সঙ্গে সঙ্গে বইছে গরম হাওয়া। বাতাসে আর্দ্রতার পরিমাণ কম। বৃহস্পতিবার বাতাসে আর্দ্রতার পরিমাণ ২০ শতাংশ।
চিকিৎসকরা জানাচ্ছেন আর্দ্রতা কম থাকায় ঘাম কম হচ্ছে ফলে বাড়ছে “সান স্ট্রোক” এর সম্ভাবনা। পশ্চিমবঙ্গের বিদ্যালয় গুলোকে গরমের ছুটি এগিয়ে আনার জন্য নির্দেশিকা জারি করতে চলেছে রাজ্য সরকার। ইতোমধ্যেই সমস্ত বিদ্যালয়কে সকালে পঠন পাঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের সাথে সতর্ক করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোকেও। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, এপ্রিল ২৪,২০১৪