ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি ও ছিটমহল বিনিময় হবে

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৪
বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি ও ছিটমহল বিনিময় হবে

কলকাতা: বাংলাদেশের সঙ্গে আগামী দিনে তিস্তা চুক্তি ও ছিটমহল বিনিময় বেশ সফলভাবেই সম্পন্ন হবে বলে মন্তব্য করেছেন প্রবীণ রাজনীতিবিদ ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

তিনি বলেন, কোনো একটি বিশেষ দলের বা সংগঠনের কারণে ভারত-বাংলাদেশ এই দুই দেশের সম্পর্কে ঘাটতি দেখা দিতে পারেনা।

এ জন্য এই দুই দেশের সম্পর্কে কোনো কুপ্রভাবও পড়তে পারে না।

তিনি বলেন, আমি আশা প্রকাশ করি, আগামী দিনে তিস্তা চুক্তি ও ছিটমহল হস্তান্তর বেশ সফলভাবে সম্পন্ন হবে।  

শুক্রবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ভারতে কংগ্রেস ও বিজেপিবিরোধী ভোটারের সংখ্যা অনেক বেশি হলেও তাদের একত্রিত করা যাচ্ছে না। আর এই শক্তিকে এক করতে পারলে জনগণ দেশে সুশাসন ফিরে পাবে।

বুদ্ধদেব বলেন, দেশের গরিব ও সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে নিয়ে কাজ করার মন-মানসিকতা কারো নেই। মূলত, এদেরকে নিয়ে কাজ করেই দিল্লিতে পরিবর্তন আনতে হবে।

তিনি বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যে 'চিট ফান্ডের' তদন্তের নামে প্রহসন চলছে। একমাত্র সিবিআই তদন্ত করলেই কেবল এই ফান্ডের আসল খবর বের হয়ে আসবে।

এ সময় তিনি চিট ফান্ডের তদন্ত সিবিআইকে দিয়ে করার জোর দাবি জানান।

নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের সম্পর্ক বৈরী উল্লেখ করে সাবেক এই মুখ্যমন্ত্রী বলেন, বিগত বামফ্রন্ট সরকারের সঙ্গেও বেশ কয়েকবার নির্বাচন কমিশনের মতবিরোধ হয়েছে। কিন্তু বর্তমান শাসক দলের মতো নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়নি তখন।

তিনি বলেন, শুধু কৃষি দিয়ে সার্বিক উন্নয়ন করা সম্ভব নয়। আর তাই বাম সরকারের আমলে শিল্প উন্নয়নের জোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার এর ধারের কাছে নেই।

পশ্চিমবঙ্গ সরকারের কোনো শিল্পনীতিই নেই অভিযোগ করেন তিনি। এ সময় গুজরাট মডেলেরও তীব্র সমালোচনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।